ধুনটে ক্রাড়ী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনট উপজেলায় আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোহবান, রেজাউল করিম দুলাল, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ