আবু সুফিয়ান.
বগুড়া ধুনট উপজেলায় মাঠপাড়া মোহন বাগান স্পোটিং ক্লাব আয়োজিত ৮ দলের মোহন বাগান কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার সকালে মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি। ক্লাবের সভাপতি ইউপি সদস্য মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম, আলোচিত নায়ক হিরো আলম, মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম লিটন, ক্লাবের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা মারজান হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাকারিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। উদ্বোধনী ম্যাচে বোয়ালকান্দি ক্রিকেট একাদশকে ৪৮ রানে হারিয়ে পৌর ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ান হয়েছে।