ধুনটে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনটে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রধান শিক্ষক শফিকুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যাল চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালেরপাড় ক্লাষ্টারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন কালেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হান্নান প্রতিষ্ঠানের সভাপতি ফিরোজুল ইসলাম, সাবেক সভাপতি জুলফিকার আলী মাষ্টারসহ স্থানীয় বিশিষ্টজনেরা। দৌড় প্রতিযোগিতাসহ ১৭টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সরুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আয়নুল হক, কান্তনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলাম ও কালেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আয়নাল হক। প্রতিযোগিতায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ