ধুনটে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ফুটবল, কাবাডি, হ্যান্ডবল ও সাতার ইভেন্টে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৮০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেন।

    বৃহস্পতিবার বিকেলে জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় সোনাহাটা উচ্চ বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

    খেলা শেষে সবগুলো ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

    স্কুল শিক্ষক রিজভী আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলম সোবহান ও চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ