
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ক্ষুদে ডাক্তার সপ্তাহ চলছে। রোববার থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু হয়। আগামী ২৬ আগস্ট পর্যন্ত ক্ষুদে ডাক্তারদের স্বাস্থ্যসেবার এ কার্যক্রম চলবে।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রাথমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৫জন করে শিক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ের প্রতিশ্রেণি থেকে ৩জন করে শিক্ষার্থী বাছাই করা হয়েছে। এসব শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সহপাঠীদের স্বাস্থ্য পরীক্ষা করছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ‘ক্ষুদে ডাক্তার’ কার্যক্রম পরিদর্শন করেন বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম। তিনি ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষুদে ডাক্তার কার্যক্রম পরিচালনার সাথে জড়িত শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
এসময় ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফুল ইসলাম, ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন ও ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


