ধুনটে ক্ষুদে ডাক্তার সপ্তাহের উদ্বোধন

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ক্ষুদে ডাক্তার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে এ কার্যক্রম শুরু হয়েছে।

ক্ষুদে ডাক্তার সপ্তাহের উদ্বোধন করেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নুরুল ইসলাম, ধুনট ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক শোকরানা আকতার ও স্বাস্থ্য সহকারী রবিউল ইসলাম প্রমুখ।

আগামী ২৬ আগস্ট পর্যন্ত ক্ষুদে ডাক্তারদের স্বাস্থ্যসেবার এ কার্যক্রম চলবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রাথমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৫ করে শিক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ের প্রতিশ্রেণি থেকে ৩জন করে শিক্ষার্থী বাছাই করা হয়েছে। এসব শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের স্বাস্থ্য পরীক্ষা করবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ