ধুনটে ক্ষেতমজুর স‌মি‌তির সম্মেলন অনু‌ষ্ঠিত

বাংলাদেশ ক্ষেতমজুর স‌মি‌তির ধুনট উপজেলা সম্মেলন অনু‌ষ্ঠিত হয়েছে। সোমবার বিকে‌ল ৪টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ২০তম এ সম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষেতমজুর স‌মি‌তির কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য লিয়াকত হোসেন কাক্কু। সম্মেলনে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন তি‌নি।

ক্ষেতমজুর স‌মি‌তির কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য ও বগুড়া জেল ক‌মি‌টির সভাপ‌তি বীরমু‌ক্তিযোদ্ধা সাহা সন্তোষের সভাপ‌তিত্বে অনু‌ষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য ও জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহান্ত, ধুনট উপজেলা ক‌মি‌টির সাধ‌ারণ সম্পাদক শামছুল হক ভোলা ও জেলা ক‌মি‌টির সম্পাদক বিভূ‌তি ভুষন শীল বক্তব‌্য রাখেন।

Latest

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ