
ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন সহকারী শিক্ষকের ৩টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় বাংলা, ইসলাম ধর্ম, গণিত ও পদার্থ বিষয়ে সহকারী শিক্ষক পদে মোট ১৮জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে বাংলা বিষয়ে ৬জন, ইসলাম ধর্ম বিষয়ে ৪জন এবং গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে ৮জন প্রার্থী রয়েছে।
২০২২ সালের জুলাই মাসে সহকারী শিক্ষকের (খন্ডকালীন) তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। নানা কারনে নিয়োগ পরীক্ষা পিছিয়ে গেলেও আজ মঙ্গলবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা ও শিক্ষক নিয়োগ কমিটির সভাপতি সঞ্জয় কুমার মহন্ত নিয়োগ পরীক্ষায় নেতৃত্ব দেন। তিনি বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনটি বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে প্রশ্নপত্র তৈরি করেন। পরে দুপুর ১২টা ৪৫মিনিটের দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা গ্রহন শেষে ফলাফল প্রকাশ ও মৌখিক পরীক্ষা গ্রহনের কথা রয়েছে।

