বগুড়ার ধুনট উপজেলায় খেলাধূলা করতে নিষেধ করায় বাবা-মা’র উপর অভিমান করে মানিক মিয়া (১৪) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। শুক্রবার দুপুর ১টায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে এ ঘটনা ঘটে। বিষপানে অসুস্থ্য মানিক মিয়া ওই গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।
অসুস্থ্য কিশোর মানিক মিয়া জানায়, সে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। এ কারনে সে নিয়মিত খেলাধূলা করে। কিন্তু বাবা-মা তাকে খেলতে নিষেধ করে। এছাড়া অতিরিক্ত পড়ালেখার জন্য চাপ দিতে থাকে। এ কারনে বাবা-মা’র উপর অভিমান করে শুক্রবার দুপুরে বাড়ীর অদূরে বিষপান করে। এতে অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন মানিক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুন্নাহার পারভীন নাইচ জানান, বিষপানে অসুস্থ্য কিশোরকে জরুরী ভিত্তিতে চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক বিভাগে চিকিৎসাধীন রয়েছে।