ধুনটে খেলাফত মজ‌লিসের ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত

রাসেল মাহমুদ

বাংলাদেশ খেলাফত মজ‌লিস ধুনট উপজেলা শাখার দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়েছে। সোমবার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী নূরানী তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

ইফতার মাহ‌ফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিস বগুড়া জেলা শাখার নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানী।

খেলাফতে মজলিস ধুনট উপজেলা শাখার সভাপ‌তি হাফেজ মাওলানা আরিফুল্লাহ’র সভাপ‌তিত্বে ও সেক্রেটারি মুফতি এনামুল হক আরিফীর সঞ্চালনায় অনু‌ষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব‌্য রাখেন খেলাফত মজ‌লিস বগুড়া জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল বাকী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ নেয়ামত, বাংলাদেশ মুজাহিদ কমিটি ধুনট উপজেলা শাখার সদর মোহাম্মদ আসাদুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামের ধুনট উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক আব্দুল কারিম।

আলোচনা সভা শেষে দেশ ও মানু‌ষের কল‌্যা‌ণে এবং বিশ্ব মুস‌লিম উম্মার শা‌ন্তি কামনায় দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মাওলানা কেএম সুলতান মাহমুদ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ