Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে ধুনটের গণহত্যা দিবস পালন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষ্যে শহীদদের স্মরণে মৌন শোভাযাত্রা, গণকবরে পুষ্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় গণকবর জিয়ারত ও বিশেষ দোয়া করা হয়।
পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে দিবসটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সঞ্চালনা করেন।
আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও সহসভাপতি রেজাউল হক মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পুটু, সাজ্জাদ হোসেন শিপন, ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি ও জাকারিয়া খন্দকার প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ নভেম্বর স্থানীয় রাজাকারদের সহায়তায় ধুনট উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ২৮ ব্যক্তিকে আটকের পর একত্রিত করে পাক সেনারা। নির্মম নির্যাতনের একপর্যায়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে একসঙ্গে তাদের হত্যা করা হয়। এরপর ধুনট থানা ভবন থেকে ২০০গজ পূর্বদিকে পশ্চিম ভরনশাহী গ্রামে দুটি গণকবরে তাদের পুঁতে রাখা হয়।
