ধুনটে গাঁজার গাছসহ যুবক আটক


বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজার গাছসহ সোহেল রানা (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোহেল রানা উপজেলার নাটাবাড়ী গ্রামের সাজেদুর রহমানের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, সোহেল রানার বিরুদ্ধে গাঁজার গাছ চাষ করার অভিযোগ রয়েছে। শনিবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার নাটাবাড়ি গ্রামে সোহেল রানার বাড়ির আঙিনা থেকে একটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এসময় সোহেল রানাকে আটক করা হয়। এ ঘটনায় রোববার সকালের দিকে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তা‌কে জানান, গাঁজার গাছসহ আটক ব্যক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

‌বিজ্ঞাপন‌চিত্র

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ