ধুনটে গাঁজাসহ বাদশা গ্রেফতার

ফজ‌লে রাব্বী মানু.

বগুড়ার ধুনটে উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ বাদশা মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বাদশা মিয়া উপজেলার বেড়েরবাড়ি পাচপাড়া গ্রামের তোজাম প্রামানিকের ছেলে। মঙ্গলবার দুপুরের দিকে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, বাদশা মিয়ার বিরুদ্ধে এলাকায় মাদক দ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার বেড়েরবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে বাদশা মিয়াকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশি তার কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে জানান, মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ