জিল্লুর রহমান.
বগুড়ার ধুনট উপজেলায় ২০০গ্রাম গাঁজাসহ আব্দুস সোবহান (৩৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার নাগেশ্বরগাঁতী গ্রামের বাড়ী থেকে পুলিশ তাকে আটক করে। সে ওই গ্রামের হবিবর রহমানের ছেলে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আব্দুস সোবাহান এলাকায় গোপনে গাঁজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই মাইনুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই মাইনুদ্দিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।


