ধুনটে গাঁজা চাষের ঘটনায় পিতা-পুত্রের বিরুদ্ধে মামলা : পিতা গ্রেপ্তার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বাড়ির আঙ্গিনায় সবজি ক্ষেতের ভিতর চাষ করা গাঁজার গাছসহ আজিজুল শেখ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিলশিতলী গ্রামের অছিম শেখের ছেলে।

    শুক্রবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুল শেখের বিরুদ্ধে তার বাড়ির আঙ্গিনায় গোপনে বিক্রয়ের উদ্দেশে গাঁজা চাষ করার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

    এসময় ধাওয়া দিয়ে আজিজুল শেখকে আটক করে পুলিশ। তবে তার ছেলে বাবু শেখ কৌশলে পালিয়ে যায়। এসময় আজিজুল শেখের বাড়ি ও আশপাশ তল্লাশি করে সবজির বাগানের ভিতর থেকে প্রায় ৩ কেজি ওজনের গাঁজার গাছ জব্দ করা হয়।

    ধুনট থানার উপ-পরিদর্শক অমিত বিশ্বাস ধুনট বার্তাকে জানান, গাঁজার গাছ সহ গ্রেপ্তার হওয়া ব্যক্তি ও তার ছেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজিজুল শেখকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ