
বগুড়ার ধুনট উপজেলায় গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত কারিগরি ও মাদ্রাসা ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল মিলনায়তনে উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন।
ধুনট উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের কমিশনার জাহানারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, স্কাউট লিডার মোজাম্মেল হক, নান্দিয়ারপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক রেজাউল করিম ও উপজেলা কাব লিডার আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের গার্ল গাইডস্ কার্যক্রম সম্পর্কে ধারনা প্রদান করা হয়। ওরিয়েন্টেশন শেষে গার্ল গাইডস্ এসোসিয়েশনের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় গাছের চারা বিতরণ করা হয়।


