ধুনটে গুদামে অগ্নিকান্ডে লাখ টাকার ক্ষতিসাধন

বগুড়ার ধুনটে অগ্নিকান্ডের ঘটনায় আব্দুস সোবহান নামে এক ব্যবসায়ীর গুদামঘর পুড়ে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। আব্দুস সোবহান ধুনট পৌর এলাকার পুর্ব ভরনশাহী গ্রামের জদু শেখের ছেলে। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে পুর্ব ভরনশাহী গ্রামে এ ঘটনা ঘটে।

ধুনট পৌরসভার কাউন্সিলর রনজু মল্লিক এ তথ্য নিশ্চিত করে ধুনট বার্তা‌কে জানান, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে সোবহানের বসতঘরের সামনে গুদাম ঘরে আগুন লাগে। মুহুর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ওই ঘরে রক্ষিত ২টি ধান মাড়াইয়ের যন্ত্র, অটোভ্যান, শ্যালো মেশিনসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে ওই ব্যবসায়ীর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার হামিদুল ইসলাম ধুনট বার্তা‌কে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্টিক থেকে আগুনের সুত্রপাত হয়েছিল।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ