ধুনটে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশরাফুল আলম.

বগুড়ার ধুনটে নার্গিস বেগম (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নার্গিস উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপোটল গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।
শনিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করা হয় নিশ্চিত করে ধুনট থানার এসআই মাইনুদ্দিন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি মন্তব্য করেন।
এলাকাবাসী জানায়, নার্গিস টাঙ্গাইলে এক সেনা কর্মকর্তার বাসায় কাজ করত। একই বাসায় কাঠমিস্ত্রীর কাজ করতে আসা ইউসুফ আলীর সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম তারপর তা বিয়ে পর্যন্ত গড়ায়। তাদের একটি সন্তান রয়েছে।
কিছুদিন আগে ইউসুফ আলী কাজের সন্ধানে টাঙ্গাইলে যান। বর্তমানে সেখানে তিনি অবস্থান করছেন। এদিকে শনিবার সকালে ইউসুফ আলীর ঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত নার্গিসের মরদেহ দেখতে পান স্বজনরা। পরে তারা পুলিশকে খবর দেয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ