ধুনটে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনটে বিউটি খাতুন (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পলিশ। শনিবার বিকেলে বিউটি খাতুনের লাশ উদ্ধার করে থানা পুলিশ। বিউটি খাতুন উপজেলার রান্ডিলা গ্রামের আব্দুস সামাদের ছেলে সজিব এর স্ত্রী।

জানাযায়, ঘটনার আড়াই মাস আগে সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা গ্রামের মিন্টু মিয়ার মেয়ে বিউটি খাতুনের ইচ্ছার বিরুদ্ধে সজিবের সাথে বিয়ে হয়। এতে নববধু বিউটি খাতুন স্বামীকে মেনে নিতে না পারায় স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে বনিবনা দেখা দেয়। এনিয়ে সম্প্রতি উভয় পরিবারের মধ্যে শালিসি বৈঠকও হয়। শনিবার ভোররাতের দিকে স্বামীর বাড়ি শয়নকক্ষে গলায় ওড়না পোচানো ঝুলন্ত অবস্থায় বিউটির লাশ দেখতে পায় পারিবারের লোকজন। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বিউটির ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার পর থেকে সজিব উদ্দিন পলাতক রয়েছে।

থানাসুত্রে জানাযায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ