ধুনটে গৃহহীনদের মাঝে ঘরের দলিল হস্তান্তর

বগুড়ার ধুনট উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের তৃতীয় পর্যায়ের ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদানের উদ্বোধন করেন।

উপজেলা পরিষদের ইছামতি হলরুমে দলিল কাগজ ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম সোবহানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ