
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন কল্যান ট্রাস্টের উদ্যোগে ২১০ পরিবারের মধ্যে ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোপালনগর ইউনিয়নের গোপালনগর তিন মাথা মসজিদ চত্বরে ইদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বায়েজিদ বোস্তামির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো আরিফুর রহমান।
আব্দুর রাকিব সনেটের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য ড. ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আলিম ও মোঃ আনোয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল বাসার, সাংগঠনিক সম্পাদক, রবিউল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা তাবাচ্ছুম, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিব মাহমুদ, ত্রাণ সম্পাদক মিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হাসেম, আবিহা সুলতানা রত্মা, কাওছার আহর, লেলিন সরকার, রাকিব, কাইয়ুম, জসিম, রাজিব মাহমুদ কাওছার আহমেদ সহ আরো অনেকে।

