ফজলে রাব্বী মানু.
বগুড়ার ধুনট উপজেলার পল্লী গ্রামের একটি মন্দিরে থাকা গোপাল প্রতিমাকে আঘাত করেছে দুর্বৃত্ত। এতে প্রতিমাটি নির্ধারিত আসন থেকে দেওয়ালে হেলে পড়ে রয়েছে। এতে প্রতিমাটির কিছুটা ক্ষতি সাধন হয়। ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ী কালাচাঁদ বিগ্রহ মন্দিরে।
গজিয়াবাড়ী গ্রামের লোকজন জানান, কয়েক যুগ আগে ওই এলাকায় বৈরাগীদের বসবাস ছিলো। সে সময় থেকে সেখানে কালাচাঁদ বিগ্রহ গড়ে তোলা হয়। সেখানে নিয়মিত পূর্জা অচর্না করেন ভক্তরা। বর্তমানে আধা-পাকা মন্দির ঘর, যার সামনের অংশ গ্রীল দিয়ে সুরক্ষিত। গজিয়াবাড়ী কালাচাঁদ বিগ্রহ মন্দিরের ভিতর চারটি প্রতিমার আসন। যার মূল অংশে কৃষ্ণ, তার দুপাশে গৌর ও নিতাই এবং একপাশে সামনের দিকে গোপালের প্রতিমা ছিলো। প্রায় তিন বছর আগে তৈরি করা প্রতিমা গুলোকে ভক্তরা নিয়মিত পূজা করে আসছিলেন। কিন্তু বুধবার সকালে মন্দিরে গোপালের প্রতিমাটি ক্ষতিগ্রস্থ অবস্থায় পাওয়া যায়।
কালাচাঁদ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি গনেশ চন্দ্র দাস বলেন, প্রতি বছর এখানে রাস পূর্ণিমায় বার্ষিক অনুষ্ঠান হয়ে থাকে। বৃহস্পতিবার রাস পূর্ণিমা। একারনে বুধবার মন্দিরটি পরিস্কার করতে যান কয়েকজন। তারা মন্দিরে গিয়ে দেখতে পান গোপাল প্রতিমাটি তার নির্ধারিত আসন থেকে দেয়ালের সাথে হেলে রয়েছে। বিষয়টি জানার পর আমরা প্রশাসনকে অবগত করি।
এদিকে খবর পেয়ে মন্দিরটি পরিদর্শন করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক ধুনট বার্তাকে বলেন, ঘটনাস্থল থেকে কয়েক টুকরো ইট পাওয়া গেছে। প্রতিমার ক্ষতি সাধনের বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত ধুনট বার্তাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় ভক্তদের সাথে বিষয়টি নিয়ে মতবিনিময় করেছি। তারা ক্ষতিগ্রস্ত প্রতিমাটি বিসর্জন দিয়েছেন।