
বগুড়ার ধুনট পৌর এলাকার সদরপাড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট (পোকা মারার ঔষুধ) খেয়ে অসুস্থ হওয়া কৃষ্ণ কুমার কর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোর ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এরআগে বুধবার দুপুরের দিকে ধুনট বাজার এলাকায় সে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ্য হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করে।
কৃষ্ণ কুমার কর ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের সমির কুমার করের ছেলে।
জানা যায়, সমির কুমার ধুনট বাজারের একজন সুতা জাল ব্যবসায়ী। কৃষ্ণ কুমার মাঝে মাঝে ব্যবসায় বাবাকে সহযোগীতা করে। সমির কুমার চিকিৎসার জন্য ভারত গেলে কৃষ্ণ ব্যবসার পুরো দেখভালের দায়িত্ব নেন।
কৃষ্ণ সম্প্রতি মাদকাসক্ত হয়েছে। ব্যবসার অর্থ মাদক সেবনে ব্যয় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একারনে বাবা সমির কুমার এবার চিকিৎসার জন্য ভারত যাবার সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে বাবার উপর অভিমান করে কৃষ্ণ।
একারনে কৃষ্ণ কুমার কর বুধবার দুপুরে গ্যাস ট্যাবলেট খায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মারা যায় কৃষ্ণ।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, কৃষ্ণ কুমার নামের এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


