ধুনটে চপল হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

 

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনট উপজেলায় পূর্বভরনশাহী গ্রামের ছাত্রলীগ নেতা চপল মাহমুদকে হত্যা চেষ্টার প্রতিবাদে পৌরবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় মিছিলটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।

মিছিল শেষে জিরো পয়েন্ট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক প্রভাষক রকিবুল হাসান বিদ্যুৎ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও পৌর কাউন্সিলর রঞ্জু মল্লিক।

সভায় বক্তারা চপল হত্যা চেষ্টার জড়িতদের গ্রেফতার এবং বিচার দাবী করেছেন।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ