ধুনটে চাউল কল মালিক সমিতির কমিটি গঠন


আমিনুল ইসলাম শ্রাবণ.

বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং চাউল কল মালিক সমিতিরি বগুড়ার ধুনট উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে থানাপাড়া এলাকার সিয়াম চাউল কল চত্বরে কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাউল কল মালিক সমিতিরি বগুড়ার ধুনট উপজেলা শাখার সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আমিনুল হক।

সভায় আরো বক্তব্য দেন চাউল কল মালিক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল হক দুদু, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, চাউল কল মালিক রেজাউল ইসলাম, আশেকুর রশিদ হেলাল, আলহাজ্ব হায়দার আলী হিন্দোলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরে চাউল কল মালিকদের সর্বসম্মতিক্রমে মোজাহার আলী চাউল কলের স্বত্তাধিকারী রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হোন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মেসার্স হামিদ রাইস মিলের স্বত্তাধিকারী সাইদুর রহমান ও মেসার্স সজিব চাউল কলের স্বত্তাধিকারী আবুল কালাম মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করেন। গোপন ব্যালটে ৩৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ২৭ ভোট পেয়ে সাইদুর রহমান সংগঠনের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।



অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ