ধুনটে চার শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    আমিনুল ইসলাম শ্রাবণ.

    বগুড়ার ধুনট উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চার শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

    সোমবার দুপুর ১২টায় ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

    র‌্যালী শেষে ধুনট উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

    সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আঞ্জুমান আরা সুফিয়া, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া ও শিক্ষার্থী আয়েশা তারেক প্রমুখ।

    উল্লেখ্য, আলোচনা সভা শেষে ধুনট উপজেলায় এবছরের চার শ্রেষ্ঠ জয়িতার হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শ্রেষ্ঠ জয়িতারা হলেন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সাজিয়া আফরিন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী অঞ্জনা খাতুন, সফল জননী শিরিনা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সেলিনা খাতুন।



      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ