
বগুড়ার ধুনট উপজেলায় চালককে জুস খাইয়ে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টাকালে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোভ্যান চালক নাজমুল শেখ (১৬) ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার পিরহাটি গ্রামের নওসের আলী শেখের ছেলে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কালেরপাড়া গ্রামের রেজাউল হকের ছেলে হোসেন রেজা (৩২), ধুনট চরপাড়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে মাহমুদুল হাসান (৩৫), সেলিম প্রামানিকের ছেলে শরিফুল ইসলাম (৩৪), শাহজাহানপুর উপজেলার বিরকুষ্টিয়া গ্রামের রহিম মোল্লার ছেলে কেরামত আলী (৪৭) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর আজিতপুর গ্রামের সামাদের ছেলে নজরুল ইসলাম (৩৫)।
শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার হওয়া ৫ ব্যক্তিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হুকুমআলী-ভরণশাহী বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালক নাজমুল শেখ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মথুরাপুর বাজার থেকে হোসেন রেজা, মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, কেরামত আলী ও নজরুল ইসলাম নামে পাঁচ যাত্রীকে নিয়ে অটোভ্যান যোগে হুকুম আলী বাইপাসের উদ্দেশে রওনা দেয়।
পথিমধ্যে ওই পাঁচ যাত্রী কৌশলে অটোভ্যান চালক নাজমুলকে এক বোতল জুস খাওয়ায়। রাত সাড়ে ৮টার দিকে হুকুম আলী-ভরনশাহী বাইপাস সড়কে পৌঁছুলে অটোভ্যান চালক নাজমুল অজ্ঞান হয়ে পড়ে। এসময় ওই পাঁচ যাত্রী নাজমুলকে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোভ্যান ছিনতাই করে পালানোর চেষ্টা করে।
স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ওই পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশে খবর দেয়। এসময় অজ্ঞান অবস্থায় নাজমুল শেখকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। থানা পুলিশ আসামীদের দেওয়া তথ্যমতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে চরপাড়া চারমাথা এলাকা থেকে অটোভ্যানটি উদ্ধার করে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম ধুনট বার্তাকে জানান, অটোভ্যান চালকের বাবা নওসের আলী বাদী হয়ে আটক ৫ আসামীর বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামীদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।


