ধুনটে চালের বাজারে অভিযান, জরিমানা

বগুড়ার ধুনটে ধান-চালের বাজার দর স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে খাদ্যমন্ত্রী কঠোর হুশিয়ারী দেয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসনের কর্মকর্তারা। মজুদ ও দর পরিস্থিতি যাচাইয়ে এই অভিযান করছেন তারা।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধুনট শহরের পাইকারি চালের আড়ত ও খুচরা চাল বাজারে এই অভিযান চালানো হয়। এসময় মিল গেট, চালের বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা বাজার ঘুরে ঘুরে দাম যাচাই করেন। এদিকে অনিবন্ধিত মেসার্স বর্ণ ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ ভাবে চাল মজুদ রাখার অভিযোগে সঞ্জীব কুমার সাহা নামে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। অভিযানে উপজেলা খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা নুরে আলম ও গণমাধ্যম কর্মী সহ স্থানয়ী ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ধুনট বার্তাকে জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখা হচ্ছে। যেখানে অবৈধ ভাবে মজুদ করে রাখা হয়েছে সেখানে জরিমানা করা হচ্ছে। বর্তমানে এলাকায় চালের বাজার স্থিতিশীল রয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ