
বগুড়ার ধুনট উপজেলায় চুরি যাওয়া মালামালসহ আব্দুল হামিদ (৪০) নামে এক ভাংড়ি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল হামিদ উপজেলার ফড়িংহাটা গ্রামের আবু বক্করের ছেলে। রোববার দুপুরের পর ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার বাটিকাবাড়ি এলাকায় মেসার্স আরএমআর ব্রিক্স নামে একটি ইট ভাটায় চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা ওই ইটভাটায় ব্যবহৃত ব্যাটারি, অটোভাটার শ্যাপসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। এতে ওই ভাটা মালিকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।
চুরির ঘটনায় বৃহস্পতিবার ইট ভাটা মালিকের ভাই নাইম সরকার থানায় একটি অভিযোগ দেন। থানা পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। শনিবার রাতে ফড়িংহাটা গ্রামের ভাঙড়ি ব্যবসায়ী আবু বক্করের বাড়ি থেকে চুরি যাওয়া মালামাল জব্দ করে পুলিশ। এসময় আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে জানান, চুরি যাওয়া মালামাল জব্দ করার পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভাংড়ি ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

