বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপনের বিরুদ্ধে শিউলী খাতুন নামের এক নারী সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। শিউলী খাতুন ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং গজারিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে।
শিউলী খাতুন জানান, রোববার দুপুরে ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলছিল। সুবিধাভোগীদের কার্ডের ভুল সংশোধনের বিষয় নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলতে যান শিউলী খাতুন। এসময় চেয়ারম্যানের সাথে সে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চেয়ারম্যান নিজে শিউলী খাতুনকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন চেয়ারম্যানের হাত থেকে তাকে রক্ষা করেন। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন শিউলী খাতুন।
শিউলী খাতুন অভিযোগ করে বলেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে নাজমুল কাদির শিপন দুঃস্থদের চালের কার্ড জালিয়াতী, নকল টিপসহি দিয়ে চাল উত্তোলন এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন দায়িত্ব নিজ পরিবারের সদস্যদের অর্পন করেছেন। ইউনিয়ন পরিষদ যেন চেয়ারম্যানের পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে। তাঁর পরিবারের সদস্যরা পরিষদের সদস্যদের অসম্মান করেন। আমি এসবের প্রতিবাদ করে আসছিলাম। এজন্য তিনি ক্ষিপ্ত ছিলেন। আমি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
অভিযুক্ত চেয়ারম্যান নাজমুল কাদির শিপন বলেন, ইউনিয়ন পরিষদের একজন ষ্টাফের সাথে ঝগড়া করছিলেন নারী সদস্য শিউলী খাতুন। আমি তাদের ঝগড়া থামিয়ে দিয়েছি মাত্র। আমার বিরুদ্ধে তিনি মনগড়া মিথ্যা অভিযোগ এনেছেন।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নারী সদস্যকে মারধরের ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।