Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় উচ্চস্বরে সালাম দেয়াকে কেন্দ্র করে মাদরাসার মুহতামিমসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে সজল খান নামের এক যুবক। স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে। ওই যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধুনট কওমী ওলামা পরিষদ।
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত প্রায় ৯টায় উপজেলার মাটিকোড়া আল-সালেহ লাইফ লাইন মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা খালেদ সাইফুল্লাহ ও শিক্ষার্থী আব্দুল মোমিনের সঙ্গে মাদরাসার পাশের রাস্তায় সজল খানের দেখা হয়। এ সময় মাওলানা খালেদ সাইফুল্লাহ সজল খানকে সালাম দেন। তখন উচ্চস্বরে সালাম দেয়ার অভিযোগ তুলে মুফতি খালেদ সাইফুল্লাকে রামদা দিয়ে কোপাতে থাকে সজল খান। এ সময় সঙ্গে থাকা শিক্ষার্থী আব্দুল মোমিন তাকে রক্ষার চেষ্টা করলে সজল খান ওই শিক্ষার্থীকেও কুপিয়ে আহত করে। পরে তাদের রক্ষার জন্য ওই গ্রামের মনোয়ার হোসেন পলাশ এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন সজল খানকে আটক করে গণধোলাই দিয়ে রাতেই থানায় সোপর্দ করে। এ ঘটনায় মাটিকোড়া গ্রামের ফজলুল হকের ছেলে মনোয়ার হোসেন পলাশ বাদি হয়ে সজল খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত সজল খানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে আজ রোববার ধুনট কওমী ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ধুনট সদরের হুকুম আলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধুনট কওমী ওলামা পরিষদের দপ্তর সম্পাদক হাফেজ মাও আশরাফুদ্দীন আল আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ধুনট কওমী ওলামা পরিষদের উপদেষ্টা মুফতী খোরশেদ আলম, শ্যামবাড়ী দারুল হুদা কওমী মাদ্রাসার নাজিমে তালেমাতের শিক্ষক মুফতি মুফতী এনামুল হক আরেফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদাত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও আরিফুল্লাহ ও জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি মাও মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় বক্তাগণ গ্রেপ্তারকৃত সজল খানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান এবং ওলামায়ে কেরামের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহবান জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ওলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সমাবেশ শেষে আহতদের সুস্থ্যতা কামনায় মোনাজাত পরিচালনা করেন ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম।
