Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ধেরুয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, একপক্ষের ধেরুয়াহাটি গ্রামের মাসুদ রানা (৪৫), তার স্ত্রী নাজনিন নাহার (৪০) ও ছেলে অলিদ (২০) এবং অপরপক্ষের একই গ্রামের মোদাছের আলীর ছেলে ইউসুফ আলী (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ রানার সাথে একই গ্রামের মোদাছের আলীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় উক্ত বিষয়টি নিয়ে রোববার দুপুরের দিকে মোদাছের আলীর ছেলে ইউসুফ আলীর সাথে মাসুদ রানার কথাকাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে ইউসুফ আলী ও তার লোকজনের সাথে মাসুদ রানার পরিবারের লোকজনের সাথে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের চারজন আহত হয়। স্বজনেরা আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অপু বসাক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালে আহতদের চিকিৎসার খবর নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।