ধুনটে জাতির পিতার জন্মবার্ষিকী পা‌লিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, কেক কর্তন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও মেলার উদ্বোধনের অনুষ্ঠানের মধ্যদিয়ে বগুড়ার ধুনট উপজেলায় জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। ধুনট উপজেলা প্রশাসন এসব কর্মসূচীর আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল সা‌ড়ে ১১টার দিকে দিবসটি উপলক্ষ্যে মু‌জিব চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরআ‌গে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

শোভাযাত্রা শেষে মুজিব চত্ত্বরে জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কর্তন, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৭ দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তি মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ