জিল্লুর রহমান.
বগুড়ার ধুনটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি উপলক্ষে সমবায় র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান,
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, পৌর মেয়র এজিএম বাদশাহ্ , আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোহসীন আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা ও ধুনট জীবিকা উন্নয়ন সমবায় সমিতির পক্ষ থেকে আব্দুল মজিদ তোঁতা প্রমুখ।

