ধুনটে জামায়াত-শিবিরের ঈদ পুনর্মিলনী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মথুরাপুর বাজার জামে মস‌জিদে এ পুন‌র্মিলনী অনু‌ষ্ঠিত হয়েছে।

মথুরাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্য রাখেন উপজেলা জামাতের আমীর অধ্যাপক আমিনুল ইসলাম।

মথুরাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাহজালালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব‌্য দেন ‌বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. ইব্রাহিম খলিলুল্লাহ, বগুড়া জেলা পূর্ব শিবিরের সেক্রেটারি শাহরিয়ার হোসেন, শিবির নেতা জুয়েল মল্লিক, সাবেক শিবির নেতা রাসেল হোসাইন ও সবুজ আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিবির সভাপতি সজিব আহমেদ, ইউনিয়ন দক্ষিণ শিবির সভাপতি রিফাত হোসেন, উত্তর সভাপতি সাব্বির রহমান, নজরুল ইসলাম, মুনসুর আলী, আইয়ুব খান, আলী, নুহুজ্জামান ও নজরুল ইসলাম।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ