ধুনটে জিএমসি ডিগ্রি কলেজে নবীন বরণ

বগুড়ার ধুনট উপজেলার জিএমসি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কলেজ কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, পরিচিতি সভা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। পরে তিনি আলোচনা সভায় বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন জিএমসি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আবুল কাসেম মীর।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জিএমসি ডিগ্রি কলেজের পরিচালনা পর্যদের সদস্য আব্দুল কাদের, মোস্তাফিজুর রহমান মুকুল, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, লুৎফর রহমান, রাকিবুল হাসান বিদ্যুত, প্রভাষক মেহেদি হাসান, শিক্ষার্থী ইকবাল হোসেন, জান্নাতুল ফেরদৌসি, আবু হুরাইরা, চাঁদনী প্রমুখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজের প্রভাষক তোফাজ্জল হোসেন, সাবিনা ইয়াসমিনসহ আমন্ত্রিত শিল্পীরা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ