ধুনটে জুয়ারীসহ আটক ৬

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনটে জুয়ারীসহ ৬জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে গোসাইবাড়ী এলাকা ও রাত্রে ধুনট শহর এলাকায় পৃথক অভিযান পালিয়ে তাদের আটক করা হয়।

জুয়া খেলায় আটককৃতরা হলেন, ভান্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে দুলাল মন্ডল(২৭), আজিজার রহমানের ছেলে জিয়ারুল সরকার(২৬), গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের মতিয়ার রহমানের ছেলে রিকো সরদার(২৫), পূর্ব গুয়াডুহুরী গ্রামের খলিল শেখের ছেলে বাছেদ শেখ(২৮), বড়ইতলী কৈয়াগাড়ী গ্রামের আজাহার মন্ডলের ছেলে খোকন মন্ডল(৩০) ও ওয়ারেন্টভুক্ত আসামী ধুনট পৌর এলাকার পশ্চিমভরনশাহী গ্রামের পরান তালুকদারের ছেলে শাহিনুর রহমান মন্ডল(৩৭)।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান, আটককৃতদের আজ সকালে থানা হাজত থেকে বগুড়া কারাগারে প্রেরন করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ