ধুনটে জুয়া খেলার অভিযোগে ৫জন আটক

 

আবু সুফিয়ান.


বগুড়া ধুনট উপজেলায় জুয়া খেলার অভিযোগে ৫জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ধুনট সদরের পারধুনট গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, পারধুনট গ্রামের মোজাম্মেল হকের ছেলে আকতার হোসেন মন্ডল (৩৮), ওসমান গনির ছেলে আব্দুল আজিজ (৩৫), বিষা প্রামানিকের ছেলে সেলিম প্রামানিক (২০), আব্দুর রশিদ আকন্দের ছেলে লুৎফর রহমান আকন্দ (২৬) ও বস্তুল্লাহ সরকারের ছেলে করিম সরকার (২৫)।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ধুনট বার্তাকে জানান, ধুনট সদর ইউনিয়নের পারধুনট গ্রামের শাহা আলী ভ্যান স্ট্যান্ড এলাকায় জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে ৫জন কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার তাদের বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ