ধুনটে জুয়া খেলার অভিযোগে ৪ জন আটক

আবু সুফিয়ান.


বগুড়ার ধুনট উপজেলায় জুয়া খেলার অভিযোগে পুলিশ ৪জনকে আটক করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মাঠপাড়া গ্রামের ডিআইডিপি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মাঠপাড়া গ্রামের আছের আলী শেখের হায়দার আলী (৫০), জেল হোসেনের ছেলে লিটন মন্ডল (২৮), সিকান্দার শেখের ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও জয়নাল আলী শেখের ছেলে ঈসমাইল হোসেন শেখ (২৫)।

ধুনট থানার এসআই মাঈনুদ্দিন জানান, মাঠপাড়া ডিআইডিপি অফিস সংলগ্ন এলাকায় ৪জন জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ