ধুনটে জেল হত্যা দিবস পালিত

আবু সু‌ফিয়ান.


বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে ধুনট উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফছার আলী, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, গোলাম ওহাব, আওয়ামী লীগ নেতা জিএম ফিরোজ পাশা, শফিকুল ইসলাম চান, তোজাম্মেল হক, গোলাম মর্তুজা, সিরাজুল হক লিটন, জুয়েল রানা, উপজেলা যুবলীগের সহসভাপতি আলিম আল রাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস ফেরদৌস আলম শ্যামল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সহসভাপতি রতন মাহমুদ, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন সম্রাট, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম পিন্টু, যুবলীগ নেতা আব্দুস সাত্তার।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শাহীন আলম।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ