Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জন নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের উজ্জল শেখের স্ত্রী জমিলা খাতুন, কালেরপাড়া ইউনিয়নের হাঁসখালী গ্রামের মৃত বুদা প্রামানিকের মেয়ে রাশেদা খাতুন, সরুগ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী জাহানারা খাতুন, হাঁসখালী গ্রামের মৃত বুদা প্রামানিকে মেয়ে মমেনা খাতুন ও পারধুনট গ্রামের সাচ্চু মন্ডলের স্ত্রী তাহেরা খাতুন।
এদিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আক্তার রিক্তা, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুননেছা, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবহান ও উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক। উপস্থিত ছিলেন উপজেলা নারী উন্নয়ন ফরামের নেতৃবৃন্দ।