Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেছেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। ঈঁদুরের গর্তদিয়ে বাঁধের কয়েকটি স্থানে পশ্চিম তীরে পানি চুইয়ে পড়ায় বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যে কোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করার আতংক বিরাজ করছে স্থানীয় লোকজনের মাঝে। এ ঘটনায় নির্ঘুম রাত কাটিয়েছেন দুর্গত এলাকার লোকজন। খবর পেয়ে মঙ্গলবার রাত ১১টায় সংসদ সদস্য হাবিবর রহমান বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে যান।
তিনি শহরাবাড়ী, চুনিয়াপাড়া, শিমুলবাড়ী ও রঘুনাথপুর এলাকায় বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ দেখে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এসময় তিনি স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে এমপি হাবিবর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে কারো হাত থাকে না। এমন মুহুর্ত ধর্য্য ও সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। শুধুমাত্র সরকার বা কোন দপ্তরের লোকের জন্য হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। বরং নিজেদের কাজে হাত লাগাতে হবে। বাঁধ রক্ষার মাধ্যমে মানুষের জান-মালের রক্ষা করতে হবে। সংসদ সদস্য হিসেবে আমি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্গত মানুষের পাশে থেকে কাজ করবে।
এসময় বাঁধে পানি চুইয়ে পড়া বন্ধ করতে বস্তায় বালু ভরার কাজে নিজেও হাত লাগান সংসদ সদস্য। স্থানীয় জনসাধারণকে কাজে উৎসাহ দিতে তিনি রাত ১টা পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে উপস্থিত ছিলেন সংসদ সদস্য।
এসময় ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম দুলাল, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, ত্রাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।