আশরাফুল আলম.
বগুড়ার ধুনট উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ একটি পরিবারকে সরকারী তহবিল থেকে টিন ও ছয় হাজার টাকা প্রদান করা হয়েছে। ত্রাণ মন্ত্রানালয় কর্তৃক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের নামে বিশেষ বরাদ্দ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা ক্ষতিগ্রস্থ পরিবারের নিকট টিন ও অর্থ তুলে দেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, মাঠপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক সিরাজুল ইসলাম লিটন ও ধুনট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ উপস্থিত ছিলেন।