ধুনটে টিভি দেখাকে কেন্দ্র করে আহত ২

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনটে টিভি দেখাকে কেন্দ্রকরে মারপিটের ঘটনায় ২জন আহত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার নাটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে মিঠু আহম্মেদ (২৫) ও মিন্টু মিয়া (২৮)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, রোববার দিবাগত সন্ধ্যায় নাটাবাড়ী গ্রামে একটি চায়ের দোকানে একদল তরুণ টেলিভিশনে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলা দেখছিল। এসময় ওই গ্রামের গফুর প্রামানিকের ছেলে বিল্লাল প্রামানিক এসে টেলিভিশনে সিনেমা সিনেমা দেখতে চায়। এ বিষয় নিয়ে ক্রিকেট প্রেমীদের সাথে বাকবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিল্লাল ও তার লোকজন ক্রিকেটপ্রেমী মিঠু আহম্মেদ ও মিন্টু মিয়াকে মারপিট করে। পরে স্থানীয় লোকজান তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ