Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলায় রাসেল মিয়া (২৫) নামের এক ট্রাক চালককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত ২৪ জুন (শনিবার) ধুনট সদরের উল্লাপাড়া খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত রাসেল উল্লাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। এ ঘটনায় নিহতের ধুনট থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, রাসেল মিয়া দীর্ঘদিন যাবত ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। একই গ্রামের খন্দকারপাড়ার রমজান আলী শেখের ছেলে মোস্তফা শেখের সাথে তার অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে গত ২৪ জুন (শনিবার) সকাল সাড়ে ৯টায় মোস্তফা শেখ ও তার দুই সহোদর ট্রাক চালক রাসেল মিয়ার উপর হামলা করে। তারা রাসেল মিয়াকে মারপিট করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে গাছের ডাল দিয়ে রাসেল মিয়া’র মাথায় আঘাত করলে সে জ্ঞান হারায়। এসময় স্থানীয় লোকজন রাসেল মিয়াকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মিয়া মারা যায়। শনিবার এ ঘটনায় নিহতের মা রুপালী বেগম বাদী হয়ে মোস্তফা শেখকে (২৫) প্রধান আসামী করে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ধুনট বার্তাকে জানান, অর্থনৈতিক লেনদেন নিয়ে প্রতিপক্ষের মারপিটে ট্রাক চালক রাসেল মিয়া আহত হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শনিবার নিহতের মা রুপালী বেগমের অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ মামলার আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।