কারিমুল হাসান লিখন.

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাক চালক রাসেল হত্যা মামলার আসামী মশিউর রহমান শেখকে (২৭) পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মশিউর ধুনট উপজেলা সদরের উল্লাপাড়া গ্রামের গ্রামের রমজান আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, গত ২৪জুন উল্লাপাড়া (খন্দকার পাড়া) গ্রামের ফজলুল হকের ছেলে রাসেল মিয়াকে (২৫) পাওনা টাকা চাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা রূপালী বেগম বাদী হয়ে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় উল্লাপাড়া ( খন্দকার পাড়া) মোস্তফা শেখ ও অপর আসামী মশিউর রহমান শেখ করা হয়। এদিকে রাসেল মিয়া হত্যাকান্ডের পর থেকে আসামীরা পালিয়ে ছিলেন।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের সহযোগীতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক সাভারের হেমায়েতপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামী মশিউর রহমানকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করেছে। শুক্রবার তাকে ধুনট থানায় হাজির করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে।


