ধুনটে ডেকোরেটর মালিক সমিতির কমিটি গঠন

বগুড়ার ধুনট উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. আব্দুল মান্নানকে পুনরায় সভাপতি ও শাহবাজ আলী আকন্দকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি সুমন সরকার, সহসভাপতি গোলাম মোস্তফা, সহসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সবুজ, খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন, আবুল কালাম, কোষাধ্যক্ষ জুয়েল রানা, দপ্তর সম্পাদক মোহন সরকার, প্রচার সম্পাদক সাজু মিয়া, সহ প্রচার সম্পাদক প্রতিত চন্দ্র প্রদিপ, ক্রীড়া সম্পাদক নাজমুল হোসেন, সদস্য সাহেব আলী, মাসুদ রানা, ইসমাইল হোসেন, বাবলু, তাজ উদ্দিন, আব্দুল মোমিন, শাহীন খান ও সবুজ ইসলাম।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ