ধুনটে দুইটি ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় পৃথক স্থান থেকে দুইটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে লাশ দুটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

উদ্ধার হওয়া লাশ দুইটি হলো, কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের মৃত জাহিদুল বেপারি স্ত্রী মনজেরা বেওয়া (৪২) এবং চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে হাফিজুর রহমান (৩২)।

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর দুই ছেলে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন মনজেরা বেওয়া। সোমবার মধ্যরাতের দিকে নিজ শয়ন ঘরের তীরের (আড়া) সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা থানা পুলিশকে খবর দেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই ঘর থেকে মনজেরার ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

অন্য দিকে সোমবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন হাফিজুর রহমান। মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দুরে একটি আম গাছের সাথে তাকে গলায় দড়ি পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, নিহত দুই ব্যক্তির পরিবারের কোন অভিযোগ নেই। থানায় সাধারণ ডাইরী করে দুইটি মৃত্যুর সঠিক কারন জানতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ