ধুনটে দুই দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন


আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট উপজেলায় পাকুড়ীহাটা ও বাঁশহাটা যুবসমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল ৩টায় পাকুড়িহাটা ময়দানে ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

ঘোড়দৌড় প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবি তারিক।

ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, রঞ্জুবুল আলম, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী, ধুনট উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, পৌর কাউন্সিলর বাবুল আক্তার বাবু, ফজলুল হক সোনা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, যুবলীগ নেতা বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন, উপজেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মিঠু মল্লিক প্রমুখ।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ