ধুনটে দুর্গাপুজাকে সামনে রেখে ওসির ব্রিফিং

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনটে দুর্গাপুজাকে সামনে রেখে আনসার ভিডিপি সদস্যদেরকে ব্রিফিং করেন ধুনট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। ধুনট উপজেলার ২৭টি পুজামন্ডপের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য এ ব্রিফিং করেন।

এবার ধুনট উপজেলায় ধুনট পৌরসভার মধ্যে ৪টি, কালেরপাড়া ইউনিয়নের মধ্যে ৩টি, চিকাশী ইউনিয়নে ১টি,এলাঙ্গী ইউনিয়নে ৩টি, গোসাইবাড়ী ইউনিয়নে ৫টি, ধুনট সদরে কুঠিবাড়ীতে ১টি, ভান্ডাবাড়ী ইউনিয়নে ২টি, গোপালনগর ইউনিয়নে ৩টা, মথুরাপুর ইউনিয়নে ৫টি পুজা মন্প প্রতিষ্ঠা হয়েছে।

ব্রিফিং এর সময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, ধুনট থানার অফিসার ইনচার্জ তদন্তসহ সকল পদস্থ কর্মকর্তা কর্মারীরা উপস্থিত ছিলেন।

থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পুজোউৎসব নির্বঘ্ন করতে উপজেলার সকল পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ